Top
সর্বশেষ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে ড্যানিস নিটওয়্যার লি. শ্রমিকরা

১২ জুন, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে ড্যানিস নিটওয়্যার লি. শ্রমিকরা
গাজীপুর প্রতিনিধি :

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ড্যানিস নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা টানা চারদিন যাবত কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে। এ কারখানায় নিটিং ও প্রিন্টিংয়ে ১২’শ শ্রমিক রয়েছে। বুধবার (১২ জুন) দুপুর ১২ টায় গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে ড্যানিস নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সামনে তাদেরকে ব্যানারসহ অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ঈদ-উল-ফিতরের ছুটি শেষে কারখানায় এসে দেখি কারখানা ফটকের সামনে আরও তিনদিন ছুটি বাড়ানো হয়েছে। তিনদিন পরে কর্তৃপক্ষ জানায় কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।

ড্যানিস নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সুইং অপারেটর হাফিজুল ইসলাম জানান, আমি আমার আইনানুগ পাওনা চাই। এপ্রিলের ২৪ তারিখ থেকে এ পর্যন্ত লাগাতার আন্দোলনে আছি। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছে। দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিছে। খুবই কষ্ট করে জীবনযাপন করছি। বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং দুই বাচ্চা নিয়ে আমার ৬ সদস্যেও পরিবার। চার মাস যাবত বেতন না পাওয়ায় খেয়ে নাখেয়ে অনেক কষ্টে দিন পার করতেছি। তা২র মধ্যে ছেলেমেয়েদের স্কুলের বেতন। পারছি না বাসা ভাড়া ও বৃদ্ধ মা-বাবার ওষুধ খরচ দিতে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য সুমা আক্তার জানান, শ্রমিকেরা জানতে পারে মালিক কারখানা অন্যত্র বিক্রই করে দিয়েছেন।পরে ঢাকা শ্রমভবন ঘেরাও করে। কারখানার সকল শ্রমিক এবং সেখানে একটি ত্রিপক্ষীয় চুক্তি হলে কারখানা কর্তৃপক্ষ লে-অফ উইথড্র করেন। সাধারণ ছুটি ঘোষণা হবে বলে জানান। গত ৫ মে টংগী কলকারখানায় চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আরও একটি মিটিং ডাকা হয়। সেখানে মালিকপক্ষ উপস্থিত হয় নি। পরে শ্রমিকরা আবার ঢাকা শ্রম ভবন ঘেরাও করে। আন্দোলনের চাপে পরে গত ১২ মে কিছু শ্রমিকের বেতন মোবাইলের মাধ্যমে পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। স্টাফ ও নিটিং প্রিন্টিং সেকশনের শ্রমিকদের বেতন এখনো দেয়নি।

ড্যানিস নিটওয়্যার লিমিটিডে কারখানার মার্চেন্ডাইজিং ম্যানেজার হিমেল জানান, এ বিষয়গুলো মালিক পক্ষ দেখভাল করছে। আমরা কিছু বলতে পারব না।

ড্যানিস নিটওয়্যার লিমিটেডে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডাইরেক্টর) কামাল হোসেন হাওলাদারের মুঠোফোনে (০১৭১৩-০০ ২০ ১৫, ০১৯৫৫-৩৫ ০০ ১৬) একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়ায় এ বিষয়ে তা২র বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, শ্রমিকেরা চার দিন যাবত কারখানার গেটের সামনে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান করছেন। তিনি বলেন, আমি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, শিপমেন্ট না হওয়া পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয়। কবে শিপমেন্ট হবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। আমরা সমস্যার সমাধানের বিষয়ে চেষ্টা করছি।

এসকে

শেয়ার