Top

আত্মঘাতী গোলে কষ্টার্জিত জয় ফ্রান্সের

১৮ জুন, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ
আত্মঘাতী গোলে কষ্টার্জিত জয় ফ্রান্সের

ইউরো কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনায় (১৭ জুন) দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ তে জয় ফরাশিদের।

‘সর্বশেষ বিশ্বকাপের ফাইনালিস্ট তোমরা আর ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয়, তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। আমরাও কৌশল আর দক্ষতায় কোনো অংশে কম নয়’- এমনটি মনে করেই যেন আজ ফ্রান্সের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছিল র্যাংকিংয়ে ২৫ নম্বরে থাকা অস্ট্রিয়া।

কঠিন লড়াইয়ে একবার বল এই প্রান্তে তো পরক্ষণেই অন্যপ্রান্তে। তবে শেষমেশ ভাগ্যের কাছেই হেরে গেছে অস্ট্রিয়ানরা। ৩৮ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে ১-০ গোলের জয় পায় ফ্রান্স।

এমবাপ্পের ক্রস শট ঠেকাতে গিয়ে ভুলক্রমে নিজেদের জালে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার।

ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

জয়ের দিনে মারাত্মকভাবে আহত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্ত বের হলেও মাঠেই থেকে যান এমবাপ্পে।

পরে ৯০ মিনিটের মাথায় তাকে তুলে অলিভিয়ের জিরুকে নামান কোচ দিদিয়ের দেশম।

এএন

শেয়ার