Top
সর্বশেষ

উত্তেজনার মধ্যেই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের

১৯ জুন, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
উত্তেজনার মধ্যেই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের

চীনের সঙ্গে চলমান ব্যাপক উত্তেজনার মধ্যেই তাইওয়ানের কাছে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এসব অস্ত্রের আনুমানিক মূল্য ৩৬ কোটি মার্কিন ডলার। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর অনুমোদন দিয়েছে।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

যদিও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ ক্রমেই বাড়াচ্ছে চীন। দ্বীপ অঞ্চলটিকে ঘিরে প্রায়ই সামরিক মহড়া চালায় বেইজিং।

ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, এতে একদিকে যেমন তাইওয়ানের নিরাপত্তা বাড়বে, তেমনি অঞ্চলের স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতি হবে।

এদিকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এর আগে বিলম্বের অভিযোগ তুলেছিল চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

এদিকে উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান তিনি। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

জানা গেছে, এরই মধ্যে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও অর্থনীতি।

এএন

শেয়ার