Top

ময়মনসিংহ ও নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ

২৫ জুন, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
ময়মনসিংহ ও নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ

পাইলিং কাজ করার সময় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ এবং নেত্রকোণা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। মঙ্গলবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, নারায়ণপুর, ত্রিশাল, ময়মনসিংহ (মিনিস্টার ফ্যাক্টরি এর বিপরীত পাশে, বার্নার সেতু সংলগ্ন) এলাকায় এলডিসি গ্রুপ কর্তৃক পাইলিং কাজ করার সময় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ এবং নেত্রকোণা এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে।

সঞ্চালন পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। ফলে দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।

বিএইচ

শেয়ার