Top
সর্বশেষ

বকেয়া পরিশোধ না করে কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ

২৬ জুন, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
বকেয়া পরিশোধ না করে কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বকেয়া পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করায় টিআরজেড পোশাক কারখানা শ্রমিকেরা বিক্ষোভ করছে। সকাল ৮ টায় বিক্ষোভকারী শ্রমিকেরা কারখানার সামনে থেকে মিছিল নিয়ে গাজীপুর সিটি মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বাসার সামনে অবস্থান নেয়। ওই কারখানার ২ শতাধিক শ্রমিক ও স্টাফ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুরে থেকে হারিকেন পর্যন্ত পাঁচ কিলোমিটার যানযট সৃষ্টি হয়।

কারখানার একাধিক শ্রমিক জানান, প্রতিদিনের মতো আজকেও আমরা সকালে কারখানায় কাজ করতে যাই। গিয়ে দেখি কারখানা গেইটে তালা। পরে আমরা তালা খুলে কারখানা কাজ চালু দাবী জানাই। তারা বলেন আামাদের মে মাসের বেতন এখনো দেয়নি। তাছাড়া জুন মাসও শেষ পর্যায়ে। এমুহুর্তে কারখানা বন্ধ ঘোষনা করায় আমাদের দোকান ও বাসা বাড়ী বাকি পরিশোধ করবে কিভাবে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা শাখার সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, শ্রমিকরা কারখানা গেইটে তালা দেখে আন্দোলন শুরু করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) অশোক কুমার বর্মণ বলেন, প্রায় এক ঘন্টা শ্রমিক বিক্ষোভ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলে। দুপুর ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

টিআরজেড কোম্পানি পরিচালক (ডাইরেক্টর) মোহাম্মদ অপু মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এসকে

শেয়ার