Top
সর্বশেষ

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১

২৬ জুন, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লেগেছে । ফায়ার সার্ভিসে ১০ ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় দগ্ধ হয়ে একজন মারা গেছেন।

বুধবার (২৬ জুন) দুপুরে ফতুল্লার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহত শ্রমিকের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মেসার্স ভাই ভাই এজেন্সি নামের একটি ট্রলারের ভেতরে চারজন শ্রমিক অবস্থান করছিলেন। এ সময় তারা রান্না করছিলেন। তবে ট্রলারে আগুন লেগে একজন শ্রমিক নদীতে ঝাঁপিয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অপর শ্রমিকদের নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, ট্রলারে করে তারা সবাই তেল নিয়ে বরিশাল মনপুরায় যাবে। সেজন্য প্রস্তুতি নিচ্ছিল। ট্রলারে থাকা পেট্রোল ও ডিজেলের প্রায় সবগুলো ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে । আগুন নিয়ন্ত্রণের পরে ট্রলারের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া একজন দগ্ধ হয়েছে। এছাড়া এছাড়া আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, তেলবাহী ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। সেখানে আগুন লেগে একজন শ্রমিক আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এসকে

শেয়ার