জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- পোগলদিঘা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও গোবিন্দ নগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান খোকন, বগারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শামিম মিয়া ও চকপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে শফিকুল (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বগারপার এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছে একটি চক্র। রবিবার রাতে গোপন সংবাদে পুলিশ পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসরের মূলহুতা সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার (১ জুলাই) বিকালে আদালতে পাঠানো হয়েছে।
এসকে