Top
সর্বশেষ

বাংলাদেশে ফ্লাইট বাড়িয়েছে তার্কিশ এয়ারলাইনস

২২ আগস্ট, ২০২০ ১০:৪৭ পূর্বাহ্ণ
বাংলাদেশে ফ্লাইট বাড়িয়েছে তার্কিশ এয়ারলাইনস

ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে তার্কিশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে সপ্তাহে ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে তারা। আগে সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করত এয়ারলাইনসটি।

তার্কিশ এয়ারলাইনসের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, তার্কিশের টিকে-৭১২ ফ্লাইটটি প্রতি সপ্তাহে সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার ইস্তানবুল থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। ঢাকা থেকে টিকে-৭১৩ ফ্লাইট প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ঢাকা থেকে ইস্তানবুলের উদ্দেশে ছেড়ে যাবে।

তার্কিশ এয়ারলাইনস ইস্তানবুল ছাড়াও ট্রানজিট ফ্লাইটে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে যাতায়াত করেন বাংলাদেশিরা। এছাড়াও সম্প্রতি বাংলাদেশি পর্যটকরাও এই ফ্লাইটে তুরস্কে যাচ্ছেন বলে জানিয়েছে এয়ারলাইনসটি।

শেয়ার