চট্টগ্রামের বোয়ালখালীতে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে ১১ পরিবারের ২৫ বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া নতুন বাজার এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আবু বক্কর ছিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের সাব-অফিসার সাইদুর রহমান।
তিনি বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ১১ পরিবারের ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় আমুচিয়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফর তালুকদার বলেন, আগুনে খোতিজা বেগম, মো. সেলিম, মো. মোরশেদুল আলম, এরশাদুল আলম, জামশেদ, মনজুর ইসলাম, আবদুল আউয়াল, রবিউল হাসান, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিকী ও মো. ইউসুফের বসতঘর পুড়ে গেছে।
এএন