Top

নারায়ণগঞ্জে মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

১০ জুলাই, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

বুধবার (১০জুলাই) সকালে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্বিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাক্রোবাসে ৫ জন যাত্রী ছিল বলে জানা যায় । তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

এম পি

শেয়ার