Top

সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা

১০ জুলাই, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত কৃষক ফরিদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

এসময় বজ্রপাতে আহত আরও দুই কৃষককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত কৃষক ফরিদ মিয়ার পরিবারকে ২০ হাজার ও আহতদের মাঝে ১০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল।

পরে এ  আর্থিক সহায়তা প্রদান শেষে  অসহায় আরও দুই পরিবারের মাঝে ১৪ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

জানা যায়, গত ৪ই জুন মঙ্গলবার সকালে সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। এসময় বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই কৃষক ফরিদ মিয়ার মৃত্যু হয়। এসময় আরও ২ কৃষক গুরুতর আহত হয়।

এএন

শেয়ার