Top

নান্দাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

১১ জুলাই, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
নান্দাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের অভিযানে মাদক কারবারি, চোর ও জুয়ারিসহ ১০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে থেকে গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়ার তত্বাবধানে ও নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এছাড়া গতকাল বুধবার ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, অটোরিকশা চোর, জুয়ারি রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, সাইফুল ইসলাম (৩৭), কামাল মিয়া (৩৫), সুমন মিয়া (২৫), আশরাফুল (২৬), আলী আহাম্মদ (২৫), কাইয়ূম মিয়া (২০), এনামুল (২২), শাহিন (২৮), সোহাগ (২৫), ইমনকে (২০) গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার পৌর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর ও মাদক কারবারি চক্রের ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, নান্দাইল পৌর এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সকল এলাকায় এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এসকে

শেয়ার