Top

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ১৯ জনের প্রাণহানি

১২ জুলাই, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ১৯ জনের প্রাণহানি

ভারতের উত্তরপ্রদেশে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের ১২টি জেলার ৬০০-র বেশি গ্রাম পানির নিচে রয়েছে। এতে জেলাগুলোয় গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, মৃতদের মধ্যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১৬ জনের, বাকি দুইজন পানিতে ডুবে এবং একজনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৬৩৩টি গ্রামের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন। এসব এলাকায় আটকে পড়া বাসিন্দাদের দ্রুত উদ্ধারেরও নির্দেশ দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, রাজ্যজুড়ে বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে ৭১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই দুর্গতদের ঠাঁই দেয়া হয়েছে। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

এদিকে বর্ষা শুরু হতে না হতেই চরম ভোগান্তিতে পড়েছেন হিমাচল প্রদেশের বাসিন্দারা। রাজ্যে গত দুই সপ্তাহে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন পানিতে ডুবে, ছয়জন ওপর থেকে নিচে পড়ে, চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং তিনজন সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এছাড়া এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত অন্তত ৭১২ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।

এম পি

শেয়ার