Top

পেরুতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

১২ জুলাই, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
পেরুতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

পেরু উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট বলছে, দেশটির আরকুইপা অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ভূমিকম্প পরবর্তী সুনামির কোনও আশঙ্কা নেই।

ইকুয়েডরের সঙ্গে পেরুও প্যাসিফিক অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থিত। ফলে দেশটিতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটে।

এম পি

শেয়ার