Top

মিরসরাইয়ের পর্যটন স্পটগুলো বিমোহিত করে ভ্রমণ পিয়াসুদের

১৩ জুলাই, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
মিরসরাইয়ের পর্যটন স্পটগুলো বিমোহিত করে ভ্রমণ পিয়াসুদের
দিদারুল আলম, চট্টগ্রাম :

ভ্রমণপিপাসু পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রামের মিরসরাই। এখানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সেচ প্রকল্প, দেশের ষষ্ঠ সেচ ও প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প মুহুরী প্রজেক্ট, আট স্তরবিশিষ্ট জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণা, রূপসী ঝর্ণা, বাওয়াছড়া প্রকল্প, বোয়ালিয়া ঝর্ণা, ডোমখালী বেড়িবাঁধ ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা পয়েন্ট, আরশি নগর ফিউচার পার্ক, বারৈয়ারহাট-রামগড় পাহাড় বিনোদন।

ছুটির দিনগুলোতে প্রকৃতির অতি কাছাকাছি যেতে মন কার না চায়। অপার সৌন্দর্যমণ্ডিত প্রকৃতির সাথে মুখরিত হয়ে উঠে এই জনপদ। প্রাণের টানে ঘর থেকে বেরিয়ে পড়া প্রকৃতিপ্রেমীদের আমন্ত্রণ জানায় মিরসরাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান।

দেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে সহজে ছুটে আসছেন এখানে। কেউ কেউ লোকাল বাসে, কার, মাইক্রো, হাইচ, নোহা, লেগুনা ও অনেকে রিজার্ভ বাসে করে উপস্থিত হচ্ছেন এক নজর দেখতে। তবে বন্ধের দিন সবকটি ঝর্ণায় পর্যটকদের ঢল নামে। দল বেঁধে ছুটে আসে লোকজন। এ যেন এক অন্যরকম মিলন মেলা।

এখানে রয়েছে আট স্তর বিশিষ্ট খৈয়াছড়া ঝর্ণা, রূপসী ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, মহামায়া ঝর্ণা, সোনাইছড়া ঝর্ণা, বোয়ালিয়া ঝর্ণা ও বাওয়াছড়া হরিনাকুণ্ড ঝর্ণা। অপার সৌন্দর্যমন্ডিত প্রকৃতির সঙ্গে এখানকার মুখরিত জনপদ হয়ে উঠছে আরও মুখর।

খৈয়াছড়া ঝর্ণা নান্দনিক সৌন্দয্যের আরেক নাম :

প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিয়াসী মানুষ। প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতুবন্ধন করে, সবুজের চাদরে ঢাকা বনানী রূপের আগুন ঝরায়, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে, ঝুম ঝুম শব্দে বয়ে চলা ঝরনাধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তুলছে খৈয়াছড়া ঝরনায়।

গ্রামের সবুজ শ্যামল আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে শরীরটা একটু হলেও ভিজিয়ে নেয়া যায় নিঃসন্দেহে। আট স্তরের ঝরনা দেখতে দেশি বিদেশি পর্যটকের ভিড় পড়েছে। দেশের অন্যতম বড় প্রাকৃতিক ঝরনাটি দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক।

উপজেলার খৈয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪.২ কিলোমিটার পূর্বে ঝর্ণার অবস্থান। এরমধ্যে ১ কিলোমিটার পথ গাড়িতে বাকি পথ হেঁটে যেতে হবে।

মহামায়া ঝর্ণার মায়াতে আটকে মন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুর দীঘি বাজারের এক কিলোমিটার পূর্বে। ছায়াঘেরা সড়ক। দেশের যে কোন স্থান থেকে এসে লেকে যেতে রাস্তায় প্রস্তুত আছে সিএনজি অটোরিক্সা। কিছুদূর পর দেখা মিলবে রেলপথ। রেল লাইন পেরুলেই কাছে টানবে মহামায়া। প্রাণের টানে ছুটে আসা পথ যেন ক্রমশই বন্ধুর হতে চাইবে মনের কোণে জাগা মৃদু উত্তেজনায়। দূর থেকে দেখা যায় প্রায় পাহাড়সম বাঁধ। উভয় পাশে শুধু পাহাড় আর পাহাড়। বাঁধের ধারে অপেক্ষমান সারি সারি ডিঙি নৌকো আর ইঞ্জিনচালিত বোট। কিছুদূরেই দেখা যাবে পাহাড়ের কান্না। অঝোরে কাঁদছে। অথচ তার কান্না দেখে নিজের কাঁদতে ইচ্ছে হবে না। উপরন্তু কান্নার জলে গা ভাসাতে মন চাইবে। তারও পূর্বে যেখানে লেকের শেষ প্রান্ত, সেখানেও বইছে ঝর্ণাধারা। কি নীল, কি সবুজ, সব রঙের ছড়াছড়ি যেন ঢেলে দেওয়া হয়েছে মহামায়ার প্রকৃতিতে। এর সঙ্গে মিশতে গিয়ে মন এতটাই বদলে যাবে, যেন মন বারবার ঘুরে আসতে চাইবে ফেলে আসা স্মৃতিতে।

রূপসী ঝর্ণার বুকে অপরূপ দৃশ্য:

আপনার মনটা যতই খারাফ থাকুক। রূপসী ঝরনায় পা রাখলে আপনার মন ভালো হয়ে যাবে নিশ্চিত। রূপসী ঝর্ণার রূপের জাদু আপনাকে পাগল করবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের আরেক নাম বড় কমলদহ রূপসী ঝরনা।

আঁকাবাঁকা গ্রামীণ সবুজ শ্যামল মেঠো পথ পার হয়ে পাহাড়ের পাদদেশে গেলেই শোনা যাবে ঝর্ণার পানি গড়িয়ে পড়ার অপরূপ নুপুরধ্বনি। দুই পাশে সুউচ্চ পাহাড়। সাঁ সাঁ শব্দে উঁচু পাহাড় থেকে অবিরাম শীতল পানি গড়িয়ে যাচ্ছে ছড়া দিয়ে। রূপসী ঝর্ণা প্রথম দেখেই তার রূপে পাগল হবে যে কেউ।

মেঘের মতো উড়ে আসা শুভ্র এ পানি আলতো করে ছুঁয়ে দেখলেই এর শীতল পরশ মুহূর্তে ক্লান্তি ভুলিয়ে দেবে। টলটলে শান্ত পানির চুপচাপ বয়ে চলার ধরনই বলে দেবে এর উৎস অবশ্যই বিশাল কিছু থেকে। কিছুক্ষণের মধ্যেই পর্যটকেরা আবিষ্কার করবেন লাল আর নীল রঙের ফড়িঙের মিছিল!

যত দূর পর্যন্ত ঝিরিপথ গেছে তত দূর পর্যন্ত তাদের মনমাতানো ঝিঁঝি পোকার গুঞ্জন শোনা যায়। চলার পথে শোনা যায় হরিণের ডাক। অচেনা পাখিদের ডাক, ঘাসের কার্পেট বিছানো উপত্যকার সাথে। রূপসী ঝর্ণার পানিতে গোসল করার লোভ সামলানো কারো পক্ষেই সম্ভব নয়।

দেশের বিভিন্ন স্থান হতে যে কোন বাস যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট বাজারে নামবেন। এরপর সিএনজি অটোরিক্সা যোগে বাজারের উত্তর পাশের ব্রিকফিল্ড সড়ক দিয়ে পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাবে। এরপর পায়ে হেঁটে ঝর্নায় যাওয়া যাবেন। অথবা যে কোন বাস থেকে ব্রিকফিল্ড সড়কের মাথায় নেমে অটোরিক্সা ছাড়া আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে পারবেন।

বাওয়াছড়ার শান্ত জলরাশিতে মন হারাবে:

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর বাওয়াছড়া পাহাড়ীয়া এলাকায় যুগ যুগ ধরে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সবুজ শ্যামল পাহাড়ীয়া লেকে পাখিদের কলতানে আবাল, বৃদ্ধ, বণিতা সকলের প্রান জুড়িয়ে যাবে বাওয়াছড়া হরিণাকুন্ড ঝরনায়। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে এ স্থানে ছুটে আসছে শত শত পর্যটক।

লোকেশন :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ বাজার থেকে থেকে ২ কিলোমিটার পূর্ব দিকে এটি অবস্থিত।

বোয়ালিয়া ঝর্ণায় রয়েছে সবুজের নান্দনিকতা:

চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়। সবুজের নান্দনিকতা, বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চল পরিবেষ্টিত মিরসরাই। এখানে রয়েছে বিমোহিত হওয়া প্রকৃতির অপার সৌন্দর্য। প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত এই এখানকার জনজীবন যেমন সৌহার্দপূর্ণ তেমনি প্রকৃতির মমতায় ভরপুর।

প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানোর ইচ্ছে কার না হয়? এজন্য এক উপযুক্ত স্থান বোয়ালিয়া ঝরনা। এতে রয়েছে ছোট-বড় অন্তত ৫টি শাখা ঝরনা এবং অনিন্দ্যসুন্দর উঠান ঢাল নামে একটি পাথুরে ঢাল। দীর্ঘ সময় করোনার বন্দি জীবনে হাঁফিয়ে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষ। তাই বর্ষা মৌসুমে আর ঘরে বসে না থেকে একটু ঘা ভেজাতে বোয়ালিয়া ঝরনায় ছুটে যাচ্ছেন পর্যটকরা।

এ ট্রেইলের মূল ঝর্ণা হলো বোয়ালিয়া এবং এ ঝর্ণায় যাওয়া অপেক্ষাকৃত সহজ। বোয়ালিয়া ঝর্ণার বিশেষত্ব হলো এ ঝর্ণার আকৃতি অদ্ভুত ধরনের।এর আকৃতি অনেকটা ব্যাঙের ছাতার মতো এবং বোয়াল মাছের মাথার মতো বিধায় হয়তো এই ঝর্ণার নাম হয়েছে বোয়ালিয়া।

বোয়ালিয়া ভারী বর্ষায় খুব মারাত্মক রূপ ধারণ করে এবং এ সময়টাতেই এ ঝর্ণাটি সবচেয়ে সুন্দর। মূল ঝর্ণার পানি যেখানটায় পড়ে সেটা অনেকটা গুহা কিংবা গভীর খাদের মতো।ভরা বর্ষায়, সাঁতরে এই ঝর্ণায় যেতে হয়। ঝর্ণার উপরে আরো ছোট ছোট ঝর্ণা আছে এবং ঝিরিপথ খুবই সুন্দর।তবে বোয়ালিয়ার উপরে যাওয়াটা খুবই বিপজ্জনক এবং ভরা বর্ষায় প্রায় অসম্ভব।

বোয়ালিয়া ট্রেইলের মূলত দুইটা পার্ট,উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বে বোয়ালিয়া যেটি খুব বেশি দূরে না।তবে উত্তর পূর্বেও ট্রেইলে বিভিন্ন নামের আরো চার-ছয়টি ছোট বড় ঝর্ণা আছে।

বেশিরভাগ ভ্রমণপিপাসু বোয়ালিয়া দেখে চলে আসে কিন্তু উত্তর দিকের ছড়া হয়ে উঠান ঢাল কিংবা নহাতিকুম ঝর্ণা পর্যন্ত যায় না। অবশ্য উঠান ঢালে যেতে হলে খুব দুর্গম পথ পাড়ি দিতে হয়।পুরো পথটা যেতে হয় ছড়া দিয়ে হেঁটে হেঁটে।

বর্ষাকালে ছড়ায় প্রচুর পানি থাকে। এমনকি কোথাও কোথাও একেবারে বুক সমান পানি।এই ছড়ায় প্রচুর বালি আর অসমান অনেক পাথরের কারণে হাঁটা অনেক কষ্টসাধ্য। তার উপর ভয়ংকর বাঁশের কঞ্চি কিংবা গাছের ঢাল।এই ছড়াটা বেশ অপরিস্কার মনে হয়েছে।সম্ভবত এ পথে যাতায়াত কম বলে পাথরগুলো মারাত্মক পিচ্ছিল।আঁকাবাঁকা এই ঝিরিপথে প্রচুর বাঁশঝাড় চোখে পড়ে।পথে ছোট ছোট ঝর্ণার দেখা মিলে।

ঝিরিপথ হয়ে এক ঘন্টা হাঁটার পর উঠান ঢালের দেখা মিলবে।এ ঢালটা অসম্ভব রকমের সুন্দর।পাহাড়ের বুকে পাথরের আস্তরণ আর পানি নিচের দিকে গড়িয়ে যাচ্ছে কলকল করে,এমন সুন্দর দৃশ্য দেখলে যে কারোই মন জুড়াবে।

লোকেশন :

দেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে গাড়ি থেকে নামতে হবে। এরপর মিরসরাই বাজার হয়ে পূর্ব দিকে সিএনজি যোগে জনপ্রতি ১৫ টাকা ভাড়ায় ব্রাক পোল্ট্রি ফার্ম অর্থাৎ পাহাড়ের পাদদেশে গিয়ে নামতে হবে। সেখান থেকে ছড়া ধরে কিংবা মানুষের তৈরি পাহাড়ি পথ ধরে কিছুটা হাঁটলেই বড় ছড়া পাওয়া যাবে। সেখান থেকে উত্তরে গেলে উঠান ঢাল এবং নহাতিকুম ঝর্ণা আর দক্ষিণ পূর্বে গেলে বোয়ালিয়া ঝর্ণা পাওয়া যাবে।

নাপিত্তাছড়া ঝর্ণা:

অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিত্তাছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিত্তাছড়া ঝর্ণা মিরসরাইয়ের অবস্থিত একটি ঝর্ণা। ঝর্ণায় যাবার যে ঝিরিপথ আছে তা নাপিত্তাছড়া ট্রেইল নামে পরিচিত। এই ট্রেইলে আছে টিপরা খুম, কুপিটা খুম, বাঘবিয়ানী ঝর্না ও বান্দরখুম নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। তুলনামূলক সহজ ট্রেইল হওয়ায় একটু কষ্ট করলে একদিনেই পুরো ট্রেইল হেঁটে উপভোগ করতে পারবেন।

মিরসরাইয়ের নয়দুয়ারী বাজারের পূর্বপাশে নাপিত্তাছড়া ঝর্ণার বৈশিষ্ট ও জল প্রবাহের ধরণ দেশের মধ্যে অবস্থিত অন্য সব ধরণের ঝর্ণা থেকে আলাদা। এই ঝর্ণাটি বেশ কয়েকটি ধাপে নিচ থেকে উপরের দিকে উঠেছে। তাই ঝর্ণার আসল সৌর্ন্দয্য দেখার জন্য পাহাড়ের একদম নিচ থেকে ধাপে ধাপে অনেক উপরের উঠতে হবে। প্রত্যেকটা ধাপে নাপিত্তাছড়া ঝর্ণার জলপ্রবাহ দেখে আপনি মুগ্ধ হবেন। দুইভাগেই কয়েকটা ঝর্ণা আছে যার মধ্যে একটা ৩ স্টেপ এর বিশাল ঝর্ণা।

মুহুরীর চরে জল আর রোদের খেলা :

প্রকৃতির আরেক নাম মুহুরী প্রজেক্ট। যেখানে আছে আলো-আঁধারির খেলা। আছে জীবন-জীবিকার নানা চিত্র। মুহুরীর চর, যেন মিরসরাইয়ের ভেতর আরেক মিরসরাই। অন্তহীন চরে ছোট ছোট প্রকল্প। এপারে মিরসরাই, ওপারে ফেনীর সোনাগাজী। ৪০ দরজার রেগুলেটরের শোঁ শোঁ আওয়াজ শোনা যায় দূর থেকে। পশ্চিমে মৎস্য আহরণের খেলা, আর পূর্বে মন কাড়ানিয়া প্রকৃতি। নুয়ে পড়া মনোবল জেগে উঠবে পুবের জেগে ওঠা চরে। ডিঙি নৌকায় ভর করে কিছুদূর যেতেই দেখা মিলবে সাদা সাদা বক। এখানে ভিড় করে সুদূরের বিদেশী পাখি, অতিথি পাখি বলেই অত্যধিক পরিচিত এরা। চিকচিকে বালিতে জল আর রোদের খেলা চলে সারাক্ষণ। সামনে পেছনে, ডানে-বামে কেবল সৌন্দর্য আর সুন্দরের ছড়াছড়ি। এ অবস্থায় মন আঁধারে ঢেকে যেতে পারে, যদি ক্যামেরা সাথে না থাকে। মুহুরীর প্রকৃতির ছোঁয়ায় উদ্ভাসিত স্মৃতিরা যেন হারিয়ে যাওয়ার নয়। এসব ক্যামেরায় বন্ধি করে রাখার মতো হাজার বছর ধরে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (পুরাতন) জোরারগঞ্জ বাজারে নেমে ধরতে হবে সংযোগ সড়কের পথ। জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়ক নামে এ সড়কে দেখা মিলবে হরেক রকমের মোটরযানের। ভাঙাচোরা আঁকাবাঁকা আধাপাকা সড়ক পাড়ি দিতে হবে প্রায় আট কিলোমিটার। এরপর মুহুরী প্রকল্পের বাঁধ। যেতে যেতে দুই কিলোমিটার পরই দেখা মিলবে আসল সৌন্দর্য।

ডোমাখালী সমুদ্রসৈকতে আছে সাগরের সাথে সখ্যতার প্রতিচ্ছবি:

বায়ান্ন বাঁকের বড়দারোগারহাট-বেড়িবাঁধ সড়ক অতিক্রম করে দেখা মিলবে বিশাল সমুদ্রসৈকতের। শোনা যাবে সাগরের গর্জন। দখিনা মিষ্টি হাওয়ায় শরীরটা শীতল হয়ে যাবে। উত্তরে দু’চোখ যতটুকু যাবে দেখা মিলবে সৈকতের, দক্ষিণে কেওড়াগাছের সবুজ বাগান। পশ্চিমে শুধু সাগর আর সাগর। চোখে পড়বে দুষ্ট ছেলেদের সাগরের স্বচ্ছ পানিতে লাফালাফি দৃশ্য। ঘাটে রয়েছে সারি সারি ডিঙ্গি নৌকা। জেলেরা কেউ মাছ ধরে সাগর থেকে ঘাটে ফিরছে, কেউ আবার সাগরে যাচ্ছে। এমন নৈসর্গিক মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য সেখানে প্রতিদিন ছুটে যাচ্ছেন অসংখ ভ্রমণপিপাসু নানা বয়সের মানুষ।

বঙ্গবন্ধু শিল্পনগরের কাজ শুরু করার পর মেরিনড্রাইভের বাঁধ নির্মাণের কারণে বিশাল এলাকাজুড়ে সমুদ্রসৈকতের সৃষ্টি হয়েছে।

মিরসরাই উপজেলার একেবারে দক্ষিণ সীমান্তে অবস্থিত এই স্পটের নাম ‘ডোমখালী সমুদ্রসৈকত’। শুধু দিনে নয়, রাতেও সাগরপাড়ে দেখা মেলে অসংখ্য মোটরসাইকেল, প্রাইভেট কারের। রাতে বেলায় বিশাল সমুদ্রের গর্জন কান পেতে শুনে সেখানে ছুটে যান তরুণরা। পূর্ণিমার রাতে সেখানে তরুণ-যুবকদের ঢল নামে। এই সমুদ্রসৈকতের দূরত্ব প্রায় চার কিলোমিটার।

আরশিনগর ফিউচার পার্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় প্রায় ১৪ একর পাহাড়ী ও ঢালু জায়গায় স্থাপিত এই বিনোদন স্পর্ট।

আরশিনগর ফিউচার পার্কে আছে শিশুদের জন্য রয়েছে নাগর দোলা, কার্টুনসহ বিভিন্ন রকম রাইড। যা উত্তর চট্টগ্রামের অন্য কোন পার্কে পাওয়া যাবে না। এ ছাড়া ১৮ বছরের বেশি বয়সীদের জন্য স্পিডবোট, প্যাাডেল বোট, ঘোড়া, জিরাফসহ আকর্ষণীয় সব রাইড। দূরের পর্যটকদের জন্য রয়েছে কর্টেজ। এ ছাড়া ভেতরে থাকবে কাবাব ঘর, বারকিউসহ উন্নত মানের রেস্টুরেন্ট। আছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। গভীর রাত পর্যন্ত বিনোদনপ্রেমীরা নির্ভয়ে এখানে ঘুরতে পারবেন। রয়েছে কৃত্রিম ঝর্ণা, মনোরম ফুলবাগান, আলোকসজ্জা। রাতের আলোতে দিনের মতো মনে হবে পার্কটি।

থাকা ও খাওয়া :

মিরসরাই পৌর সদর, বড়দারোগাহাট, ও ছোট কমলদহ বাজারে খাওয়ার হোটেল রয়েছে। দুর-দুরান্ত থেকে আসা পর্যটকরা থাকা ও খাওয়ার জন্য যেতে পারেন মিরসরাইয়ের বিভিন্ন পর্যটন স্পট থেকে গাড়ি যোগে মাত্র ৪০-৫০ মিনিটের পথ চট্টগ্রাম শহরের প্রবেশ মুখে একেখান ও অলংকারে মোড়ে বা শহরের বিভিন্ন হোটেল মোটেলে।

এসকে

শেয়ার