Top

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অটোচালকের মৃত্যু

১৫ জুলাই, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অটোচালকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিকশাচালক বিজয় লাল আচার্য্য মারা গেছেন।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বিজয় লাল আচার্যের বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধামাইরহাট বাজার সংলগ্ন কর্মকার পাড়ায়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক বিজয় লাল আচার্য্যকে হাসপাতালের আইসিইউতে ভর্তি দেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।

এর আগের দিন রবিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ঠান্ডাছড়ি পেট্রোল পাম্প এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশা চালক বিজয় লাল আচার্য্যসহ দুজন।

এসকে

শেয়ার