Top

ওমানে মসজিদের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ৪

১৬ জুলাই, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
ওমানে মসজিদের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ৪

ওমানে একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী মাসকাটে আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে হামলাকারীরা গুলি করে। খবর পেয়ে রাজকীয় পুলিশ বাহিনী সেখানে যায়। কিন্তু পরে কী হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এমনকি হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

তবে কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে, হামলাকারী একজন ছিলেন। তিনি সয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালান। তবে তার উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব শিগগির হামলার মোটিভ উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ওমানে বিপুল সংখ্যক অভিবাসী কাজ করেন। দেশটিতে এ ধরনের বন্দুক হামলার ঘটনা বিরল। আকস্মিক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এম পি

শেয়ার