Top

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

১৬ জুলাই, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩
জামালপুর প্রতিনিধি :

জামালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে পৌর ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- পৌর ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক নিরব , সদস্য আদর ও পৌর ছাত্রলীগের কর্মী রবি বালা। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামের সঙ্গে পদ-পদবি নিয়ে পৌর ছাত্রলীগের নেতাদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে তানজিদের নেতৃত্বে ছাত্র সমাবেশে হামলা করে একদল যুবক। এ সময় ছুরিকাঘাতে ছাত্রলীগের তিনজন আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা তানজিদ ইসলামকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

জামালপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্র সমাবেশের প্রধান অতিথি খাবিরুল ইসলাম খান বাবু যখন বক্তব্য দেন, তখন স্থানীয় বিএনপির প্রেতাত্মা মোয়াজ্জেম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাত্রলীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। তারা ছাত্রলীগের তিনজনকে গুরুতর আহত করে। সেখানে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নিরব গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে লড়ছে।

তানজিদ ইসলামের মামা ও পৌর আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, আমার ভাগ্নে জেলা ছাত্রলীগের সদস্য। জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে ফোন করে। ফোন করার কারণে সে সেখানে যায়। যাওয়ার পর এলিটের (পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট) নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা ওর (তানজিদ ইসলাম) ওপর আক্রমণ করে। জেলা ছাত্রলীগের সদস্য তানজিদের ওপর তারা পরিকল্পিতভাবে হামলা করেছে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, এ ঘটনায় তানজিদ নামে একজনকে আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এএন

শেয়ার