Top

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

১৭ জুলাই, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি :

সারাদেশে ৬ জনকে হত্যা ও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশ থেকে খাগড়াছড়ির সকল উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

বুধবার ( ১৭ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে
শেষ হয়। পরে সমাবেশে অনুষ্ঠিত হয় ।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমার সভাপতিত্বে ও পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর
চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা। এ সময় উপস্থিত
ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি কেমরন দেওয়ান।

বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর ২০২৪ সালে এসেও শিক্ষার্থীদেরকে তাদের অধিকারের জন্য জীবন দিতে হচ্ছে এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। ঢাকা
বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নারীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃসংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িরা
নানাভাবে নিপীড়ন-নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়ে জীবন যাপন করছে।

ফলে পাহাড়িদের জন্য কোটা ব্যবস্থা পুনর্বহাল রাখা খুবই প্রয়োজনীয়তা রয়েছে। সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য বরাদ্দকৃত ৫% কোটা পুনর্বহালের দাবি
জানান।

এসকে

শেয়ার