সিরাজগঞ্জ সদরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মামলায় পুলিশ সদস্যদের ওপরে হামলা, মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুলাই’) সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করার সময় কোটা সংস্কার আন্দোলনকারীরা কয়েক দফা হামলা চালিয়ে ৪ পুলিশ কর্মকর্তাকে আহত করে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ ১৭জনের নাম উল্লেখ এবং ৭০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে আটক ৪জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সারাদেশে ৬জনের মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন।’
এসকে