Top

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে জাতিসংঘের ২০০ কর্মী নিহত

১৭ জুলাই, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে জাতিসংঘের ২০০ কর্মী নিহত

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ বিষয়ক (ইউএনআরডব্লিউএ) অন্তত ২০০ কর্মী নিহত হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন হতে জানা যায়, ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআরডব্লিউএকে লাইফলাইন হিসেবে দেখা হয়। রক্তক্ষয়ী এ যুদ্ধের সময় তারা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে মানবিক সহায়তা দিয়ে আসছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস করে প্রায় ২৩ লাখ বেসামরিক। ইসরায়েলি হামলায় এদের বেশিরভাগই বাস্তুচ্যুত ও মারাত্মকভাবে মানবিক সহায়তার সংকটে পড়েছে। এ জরুরি পরিস্থিতিতে ইউএনআরডব্লিউএর কর্মীরা বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাধাগ্রস্ত হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, ইসরায়েল এ সংস্থার কর্মীদেরও লক্ষ্যবস্তু করেছে।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইউএনআরডব্লিউএর ১৮৯ টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাজায় সংস্থাটির ২৭টি হাসপাতালের মধ্যে মাত্র ১০ টি হাসপাতাল চালু আছে।

এদিকে এ যুদ্ধে গাজার ৭০ শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। ফলে স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেয়া ৫৩৯ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআরডব্লিউএ’র সদরদফতরে হামলা চালিয়ে ভবনটি ভেঙে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিএইচ

শেয়ার