নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের টেকনিক্যাল স্টাফরা ছিল। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রতিবেদনে বলা হয় বুধবার (২৪ জুলাই) দুপুরে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও হতাহতের সঠিক কোনো খবর পাওয়া যায়নি।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ ছিল।
ইতিমধ্যেই দমকলকর্মী এবং নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এম জি