Top

গাজার খান ইউনিসে প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত

২৭ জুলাই, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
গাজার খান ইউনিসে প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত
আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ইউএনওসিএইচএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল গাজার খান ইউনিসে গত ৪ দিন ধরে ক্রমাগত বোমাবর্ষণ চালাচ্ছে। ইসরায়েলি হামলায় তোপের মুখে পড়ে সেখান থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে যান। এছাড়াও আটকা পড়েছেন আরও বহু মানুষ।

ফিলিস্তিনের একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি কবরস্থানে এবং কারাগারে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ২১ জন বেসামরিক মানুষ। এ সময় উত্তরের গাজা সিটি, নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় তাণ্ডব।

আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান, কোনো কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে।

এ পরিস্থিতিতে গাজায় খাদ্য, পানি, জ্বালানিসহ নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। এতে করে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

সূত্র: আল জাজিরা

বিএইচ

শেয়ার