মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সোমবার (২৯ জুলাই) তেরেঙ্গানু জেলার হুলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন ১০টি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
দেশটির ইমিগ্রেশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর (নিয়ন্ত্রণ) মাত আমিন হাসান এক বিবৃতিতে বলেন, সোমবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ ৫৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৪৫ বছর।
ওই কর্মকর্তা বলেন, অভিযানকালে গ্রেফতারদের সবাই গ্রামবাসীর বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন। গ্রেফতারদের মধ্যে ১৯ জন বৈধ ভ্রমণনথি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
ওই ১৯ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এবং ১৯৬৩ রেগুলেশন অনুযায়ী আরও তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর মাত আমিন হাসান।
অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন। তবে এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় তারা পালাতে ব্যর্থ হন।
দেশটির ইমিগ্রেশন বিভাগ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে, বিদেশিদের কাজে নেওয়ার আগে তাদের বৈধ ভ্রমণনথি আছে কি না তা নিশ্চিত করতে হবে।
এম পি