Top

নোয়াখালীর বেমগগঞ্জে অস্ত্র’সহ ডাকাত গ্রেপ্তার

০১ আগস্ট, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
নোয়াখালীর বেমগগঞ্জে অস্ত্র’সহ ডাকাত গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম নজরুল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি ধারালো ছেনি, একটি স্টিলের গুঁটি রেঞ্জ, একটি টি স্লাই রেঞ্চ ও একটি গামছা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি একজন ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম নজরুল সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার আবুল কালাম আজাদ মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, গত ১০ জুলাই রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের একতা মার্কেট এলাকায় হারুনুর রশিদ বিপ্লব ও কামরুজ্জামান লিটন নামের দুই ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে লুটপাট চালিয়ে তাদের মারধর করে একদল ডাকাত। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য সাইফুল ইসলাম নজরুলকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির ঘরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন অস্ত্রধারী ডাকাত। সে’সহ অন্যান্য দুষ্কৃতিকারীরা অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিজ হেফাজতে রেখেছে। আসামি ইতঃপূর্বে তার হেফাজতে থাকা অস্ত্রশস্ত্র দিয়ে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসকে

শেয়ার