Top

বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন

০১ আগস্ট, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন
নোয়াখালী প্রতিনিধি :

মুষলধারে চলা বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে ‘রিমেম্বারিং দ্য হিরোস বা বীরদের স্মরণ’ (Remembering the Heroes) কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উপলক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় সড়কের দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবিদাওয়া সম্বলিত বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে প্রধান সড়কের মোঘল দরবারের সামনে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সড়কে বিকেল ৫ টা পর্যন্ত অবস্থান নেন এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন সবাই নিজ নিজ গন্তব্যে চলে যান।

আন্দোলনের সমন্বয়করা জানান, পুলিশ এখনো বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মুঠোফোন চেক করে ছাত্রদের গ্রেফতার করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তারা আরো কঠোর আন্দোলনের ডাক দেবেন।

কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, চৌমুহনী কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ দুপুরে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে। সেখানে তারা দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেয়। এসময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকেল ৫ টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

এসকে

শেয়ার