Top

সিরাজগঞ্জে হাইওয়ে থানায় আগুন

০৪ আগস্ট, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হাইওয়ে থানায় আগুন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী উত্তরবঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

বেলা ১১ টা থেকে নলকা ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ১ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে নলকা প্রধান সড়ক হয়ে হাটিকুমরুল গোল চত্বরে অবস্থান করে শিক্ষার্থীরা।

প্রথমে পুলিশ বাদা দিলে পুলিশের উপর হামলা হালিয়ে আহত করে পরে পুলিশ পালিয়ে যায়, এতে প্রায় ১০ জন পুলিশ আহত হয়।

বেলা বাড়ার সাথে সাথে সলঙ্গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাটিকমরুল গোল চত্বরের দিকে এসে দুই গুরুব এক হয়ে হাটিকুমরুল হাইওয় থানায় আগুন লাগিয়ে দেয়, গোল চত্তরের সাথে থাকা সার্কিট হাউজে আগুন দেয় বিক্ষোভকারীরা।

এসকে

শেয়ার