Top

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ৫

০৭ আগস্ট, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ৫
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬৫)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৬ আগষ্ট)সকালে সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামে ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সূত্র জানায়,শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামে প্রায় ২ যুগ ধরে ৫৬ শতাংশ ভূমির উপর রেকর্ড সংশোধনির একটি মামলা চলে আসছিলো। বিবাদী আ. রাজ্জাক গং দেশের পটপরিবর্তন জনিত বিশৃঙ্খলার মধ্যে সুযোগ বুঝে মঙ্গলবার ভোরে ওই জমিতে দখল নেওয়ার চেষ্টা করে। ওই সময় মামলার বাদীগন ঘুমন্ত অবস্থায় ছিল। বাদীগন ঘুম থেকে উঠে এর প্রতিবাদ করলে আ. রাজ্জাক গংরা কোনো কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্রে সজিত হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে একপর্যায়ে মোছা. মনোয়ারা বেগম নামে বৃদ্ধা গুরুত্বর জখম হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। অন্যান্য জখমিরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

এসকে

শেয়ার