Top

চট্টগ্রামে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা, আটক ১

১০ আগস্ট, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা, আটক ১
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় শিক্ষার্থীরা একটি লাগেজে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যায় থানার সিটি গেইট এলাকা থেকে নৌ-বাহিনীর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তি, জব্দকৃত মালামাল এবং নৌ-বাহিনীর কর্মকর্তাদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম নৌ-বাহিনীর এক কর্মকর্তা জানান, সন্ধ্যায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি দল টহল দিচ্ছিল। তখন কিছু শিক্ষার্থী তাদের জানিয়েছে তারা লাগেজ ভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনকভাবে লাগেজ নিয়ে ঘোরাফেরা করছিল, তাই শিক্ষার্থীরা তাকে আটক করে।

তিনি আরও জানান, নৌ-বাহিনী আটক ব্যক্তিকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আকবর শাহ থানায় যায়। সেখানে কর্তব্যরত এক কর্মকর্তার কাছে জব্দকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।

এসকে

শেয়ার