Top

কাউন্সিলর হাসানের বাড়িতে দুর্বৃত্তের হামলা, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

১২ আগস্ট, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
কাউন্সিলর হাসানের বাড়িতে দুর্বৃত্তের হামলা, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীর ২৭ নং ওয়ার্ড কাউন্সিল আবুল হাসানের পৈত্রিক বাড়িতে আসবাবপত্র, স্বর্নলংকার লুটপাট করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ সময় ৪টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

গত সোমবার বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানের বাড়িঘরসহ অন্তত ৪টি ঘরে আগুন দেয়ার আগে লুটের ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার কাউন্সিলর আবুল হাসানের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে ৪টি ঘর পুড়িয়ে দেয়া হয়। এতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের প্রায় ৭৭ লক্ষ টাকার অধিক নগত টাকা লুট হয়। চেকবই, বাড়ির দলিলপত্রসহ পুরো ৪টি ঘর ও হাসানের ভাইয়ের একটি দোকান তছনছ করে নিয়ে যায়। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের রড,ইট,সিমেন্ট, বালুও লুটপাট করা হয়। এমনকি আল্লার ঘর মসজিদের ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করে।

এ বিষয়ে কাউন্সিলর হাসানের বাবা আনু মিয়া বলে, আমার ছেলে কারো কোনো ক্ষয়ক্ষতি করেনি। মসজিদের মাইকে ঘোষনা দিয়ে বলছে কে কোথায় আছো হাসানের বাড়ি ভাঙচুর করতে হবে। এ বলে পরে জাহাঙ্গীর, জাকির, মানিক, ফেন্সি মিজান,বিল্লাল হোসেন, রাহাত হোসেন, অনিক, সোহাগ মাস্টার, সাইফুল হক চৌধুরী, ফারুক খান, মীর হোসেন, সাইমন, তানভীর, এরশাদ, হাসান বাবরসহ আরও অনেকে দলবল নিয়ে এ হামলা চালায়। তারা আমার ছেলেকে মেরে ফেলবে এমন কথাও বলে গেছে। যারা এ ঘটনার সাথে জড়িত সরকারের প্রশাসন যারা আছে তাদের আইনের আওতায় আনার অনুরোধ করছি। এ লুটপাট ও ক্ষয়ক্ষতির বিচার চাই।

এসকে

শেয়ার