পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি আগামী তিন বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তিনি ড. এম খায়রুল হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পিকেএসএফের চেয়াম্যান নিয়োগ ও পদত্যাগ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান খায়রুল হোসেন পদত্যাগ করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে- ড. এম খায়রুল হোসেনের পদত্যাগ ১২ আগস্ট থেকে কার্যকর হয়েছে। খায়রুল হোসেন পিকেএসএফের চেয়ারম্যান হওয়ার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ছিলেন। বিএসইসির চেয়ারম্যান হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এরপরও আইন লঙ্ঘন করে তাকে দীর্ঘদিন বিএসইসির চেয়ারম্যান পদে রাখা হয়।
এম জি