Top

এনায়েতপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৪ আগস্ট, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
এনায়েতপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে থানা ছাত্রদল। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুল ইসলাম সোহাগের নেতৃত্বে ও সদস্যসচিব মো. ইমতিয়াজ হাসান মোল্লার পরিচালনায় থানা সদরের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেতিল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল শেষে সমাবেশ করেন থানা ছাত্রদল। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতারা ‘গণহত্যার হুকুমদাতা’ হিসাবে শেখ হাসিনা সহ সকল অপরাধীদের ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন, এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মো. মুনজুর রহমান মঞ্জু শিকদার, থানা যুবদলের সদস্যসচিব মো. সাইদুল ইসলাম রাজ, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. শাহরিয়ার ইমন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃআসাদুর রহমান,জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃইউসুফ আলী, বক্তব্যে নেতারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।’

এসকে

 

শেয়ার