Top

মোংলায় বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন

১৪ আগস্ট, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
মোংলায় বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ডেকেছে বিএনপি।

বুধবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় পৌর মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোংলা পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মোংলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালান করা হয়।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপরে যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।

এসময় মোংলা পৌর বিএনপি নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, মো. আলাউদ্দিন, বাবলু ভূঁইয়া, খোরসেদ আলম, আবু হোসেন পনি, যুবনেতা মাহমুদ রিয়াদ, আবুল কাশেম, বি এম ওয়াশিম আরমান, সুমন মল্লিক, রতন মাহমুদ, মামুন ভূঁইয়া, মাছুম বিল্লাহ, জিয়াউর রহমান হিরন, ছাত্রনেতা জাহিদুল ইসলাম সাদ্দাম, মীর সাগর, আসলাম হোসেন চয়ন, শান্ত মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসকে

 

শেয়ার