Top
সর্বশেষ

নোয়াখালীতে ওসি রনিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

১৪ আগস্ট, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
নোয়াখালীতে ওসি রনিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
নোয়াখালী প্রতিনিধি :

প্রতিহিংসার জের ধরে এক আইনজীবীকে থানায় পুলিশ হেফাজতে রেখে নির্যাতন ও মামলার আসামি করার অভিযোগ এনে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সহ সাত পুলিশ সদস্যকে আসামি করে আদালতে এক আইনজীবী মামলা দায়ের করেন। মামলাটি প্রাথমিক তদন্তের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহি।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার বুধবার (১৪ আগস্ট) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামীরা হলেন- সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান, উপ-পরিদর্শক অপু বড়ুয়া, উপ-পরিদর্শক মো. কামাল হোসেন, কনস্টেবল মো. রাসেল, সহকারী উপ-পরিদর্শক আবু তালেব ও মুন্সী রুবেল বড়ুয়া।

অভিযোগপত্রে মামলার বাদী আইনজীবী উল্লেখ করেন, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ১ নং আমলী আদালতে ৭ বছর বয়সী এক শিশুকে আসামী করে সুধারাম মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার আদালতে শিশুটির জামিন আবেদন ও মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এসময় নাবালিকা শিশুকে আসামি করায় আদালত সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে সশরীরে হাজির করে তিরস্কার করেন। আদালতে শিশুর পক্ষে আইনজীবী মিনারুল ইসলাম মিনার মামলা পরিচালনা করায় (ওসি) মীর জাহেদুল হক রনি তার উপর প্রতিহিংসা লালন করেন এবং বিপদে ফেলে অপমানের চেষ্টা করেন।

সবশেষ গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনারের মামা আবদুল করিম মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। মিনার তার মামাকে দেখতে থানায় গেলে তাকে আটক করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ।তার পরিবারের সদস্যরা দেখা করতে এলে তাদের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করে পুলিশ সদস্যরা। ঘুষের টাকা দিতে না পারায় তাকে একটি মামলায় আসামি করে আদালতে চালান করা হয়। এছাড়া রিমান্ড আবেদন না করার শর্তে তাদের থেকে ২০ হাজার টাকা আদায় করে উপ-পরিদর্শক মো. কামাল হোসেন।

এসকে

শেয়ার