Top
সর্বশেষ

মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদার পথসভা

১৫ আগস্ট, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদার পথসভা
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

বিএনপির চেয়ার পার্সনের সাবেক উপদেষ্টা, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, চাঁদপুর -২ আসেনর ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম নূরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ আগস্ট বিকেল থেকে সন্ধ্যায় পার রাত ৮ পর্যন্ত চলে এ পথসভা বিকেলে উপজেলার বাংলাবাজর থেকে শুরু করে সুজাতপুর বাজার, ঘনিয়ারপাড়, ছেংগারচরসহ বিভিন্ন স্থানে মিছিল ও পথসভা চলে।

পথসভায় সংক্ষিপ্ত আলোচনা সভায় হাজর হাজার নেতাকর্মী মুখরিত হয়ে মিছিল নিয়ে আসে পথসভাকে জনসমুদ্র রুপন্তরিত করে। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে দেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার শান্তি কামনা করেন। নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন প্রমুখ।

এসময় জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন মুন্সি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, বিএনপি নেতা বোরহান ফরাজী, হান্নান লস্কর, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, বিএনপি নেতা এরফান কাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজীসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার