Top
সর্বশেষ

ফরিদপুরে চেয়ারম্যানের বাড়ীতে লুটপাট ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬ আগস্ট, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরে চেয়ারম্যানের বাড়ীতে লুটপাট ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার উপজেলা সদর বাজার-সংলগ্ন বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পরে চরভদ্রাসন বাজার সংলগ্ন চেয়ারম্যানের নীজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানান, মঞ্জু মৃধা নামে এক ভুমিদশ্য সন্ত্রাসী চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের জমিজমা জোরপূর্বক দখলকরে নেওয়ায়
সন্ত্রাসী মঞ্জু মৃধার কবল থেকে নিজেদের জমিজমা ফিরে পেতে চরঝাউকান্দা ইউনিয়নের জনগণ দুইবছর আগে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।

আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের জমিজমা অবৈধ দখলদার সন্ত্রাসী মঞ্জু মৃধার কবল থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেয়।

এরই প্রেক্ষিতে মঞ্জু মৃধা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন যে, বিএনপি ক্ষমতায় এলে এর কঠিন প্রতিশোধ নেব। তোর চরভদ্রাসন বাজারের ওপর জমিতে ১০ তলা বিল্ডিং করলেও তা আমি ভেঙ্গে ফেলবো।

চেয়ারম্যান বলেন, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনেরপর ওই রাতেই প্রভাবশালী প্রতিপক্ষ মঞ্জু মৃধার ভগ্নিপতি ওয়াহিদ মোল্যার ছেলে অলিদ মোল্যা একটি বন্দুক নিয়ে তাঁর (বদরুজ্জামান) বাড়িতে ঢুকে বৈদ্যুতিক মিটার ও সিসি ক্যামেরা ভেঙে চুরামার করে রেখে যায়।
পরদিন ৬ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসের মিছিল চলাকালে মঞ্জু মৃধার ভাগ্নে অলিদ মোল্যা, হৃদয় বিশ্বাস, শেখ সামিউল, মুশফিক মৃধা, আব্দুল্লাহ, অধিক মোল্যাসহ এক দল দুর্বৃত্ত আমার বাড়ীর বসতঘরে ঢুকে লুটপাটের পর ভাঙচুর করে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘরের টিভি, ফ্রিজ, এসি, আসবাবসহ সব মালপত্র পুড়ে যায়। এসময় বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত অলিদ মোল্যাসহ আসামিদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বাদী হয়ে গত বুধবার রাতে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, তারা অভিযোগ পেয়েছেন। শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার