Top

বাগেরহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ

২০ আগস্ট, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
বাগেরহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসানের পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাধারণ ছাত্র জনতার জড় একটি বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের এক দফা-এক দাবি ডা. মামুনের পদ ত্যাগ, কষাই মামুনের পদত্যাগ চাই, চিতলমারীর মাটিতে ডা. মামুনের ঠাই নাই এসব স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান ডা. মামুন হাসান দায়িত্ব গ্রহনের পর থেকে এমন কোন অনিয়ম ও দূর্নীতি নেই যে তিনি করেনি।তার অনিয়ম ও দূর্নীতির কারণে চিতলমারীর মানুষ কোন সেবা পায়নি। তার মত দূর্নীতিবাজ চিকিৎসকের চিতলমারী থাকার কোন অধিকার নেই। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলেও, আরও কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

উপজেলা সদরের বাসিন্দা খুলনা মডেল-স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, ডা. মামুনের অসদাচারণের কারণে চিতলমারীর মানুষ কোন স্বাস্থ্য সেবা পায় নি। অফিস চলাকালিন অফিসে বসে অর্থ নিয়ে রোগী দেখেন তিনি। অসহায় প্রতিবন্ধীদের নিকট থেকে দালালের মাধ্যমে অর্থ নিয়ে ফরমে স্বাক্ষর দেন। অর্থ দিতে অপরগতা প্রকাশ করলে তাদের সাথে দূর্ব্যবহার এমনকি কক্ষ থেকে বের করে দিতেন। কর্মচারীদের সাথে অশোভন আচরণ এবং কক্ষ হতে লাথি মেরে বের করে দেবার হুমকি দেন ও মানসিক অশান্তির সৃস্টি করেন। হাসপাতালের ভিতরের নারিকেল সহ বিভিন্ন ফলজ এবং পুকুরের মাছ বিক্রি করে সে অর্থ সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন। ফিল্ড ভিজিট না করে প্রতিমাসে ভ্রমণ ভাতাবিল বাবদ প্রচুর অর্থ হাতিয়ে নেন । অফিসিয়াল গাড়ী তিনি পারিবারিক কাজে ব্যবহার করেন। এক্সরে মেশিন থেকে আয়ের অর্থ কোষাগারে জমা না করে সমুদয় নিজে আত্মসাত করেন। কেবিন ও ইসিজি থেকে প্রাপ্ত টাকার আংশিক জমা দিয়ে বাকীটা আত্মসাত করেন। ভিসন সেন্টারে নেট সংযোগ বাবদ ৪৫ হাজার টাকা সরকারী বরাদ্দ আসলে কোন কাজ না করিয়ে সমুদয় অর্থ নিজেই গ্রহন করেন। পুষ্টি সপ্তাহ পালনের বরাদ্দকৃত ১ লক্ষ ২৮ হাজার টাকার কোন কাজ না করিয়ে সম্পুর্ন অর্থ তিনি তার পকেট বন্দি করে রেখেছেন। স্থানীয় প্রভাব দেখিয়ে তিনি অনেক কর্মচারীকে দিয়ে অনিচ্ছা সত্বেও অনেক বিধি বহির্ভূত কাজ করাতে বাধ্য করাচ্ছেন। রোগীদের খাবার পর্যন্ত ঠিকমত দিতেন না।

বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার থেকে টাকার বিনিময়ে রোগীদের টেস্ট পাঠাতেন সেখানে। ডা. মামুনের ছত্রছায়ায় বাইরে থেকে দালাল এসে বিভিন্ন টেষ্টের জন্য রুগীদের নিয়ে যায়। এছাড়া নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী চিতলমারী উপজেলার বাসিন্দা সাদ উল্লাহ বলেন, আমরা ডা. মামুনের বদলি চাই না। তাকে চাকুরীচ্যুত করতে হবে। কারণ তাকে অন্য কোথাও দিলে, তিনি আবারও সেখানে অনিয়ম করবে। তাকে চাকুরীচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের খবরে গা ঢাকা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান। চিকিৎসকরা বলছেন সন্তানের অসুস্থ্যতার কথা বলে কাউকে লিখিত দায়িত্ব না দিয়েই সোমবার রাতে ঢাকা চলে গেছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সুমন তালুকদার বলেন, স্যার (ডা. মামুন হাসান) আমাকে ফোন করে জানিয়েছেন তার ছেলে অসুস্থ্য এজন্য ঢাকায় যাবেন। একদিনের জন্য আমাকে দায়িত্ব পালন করতে বলেছেন।

অভিযুক্ত ডা. মামুন হাসান উপজেলার চিতলমারী ইউনিয়নের পাটরপাড়া গ্রামের বাসিন্দা ডা. মামুন হাসান। তিনি ২০১৯ সালের ২৫ জুন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও প্রায় তিন বছর মেডিকেল অফিসার হিসেবে একই জায়গায় দায়িত্ব পালন করেছেন।

সকল অভিযোগ কে অস্বীকার করে মুঠোফোনে ডা. মামুন হাসান বলেন, একটি স্বার্থানেস্বী মহল ফয়দা লোটার জন্য এই অপপ্রচার চালাচ্ছে। আমি কোন অনিয়ম করিনি। আমি যদি অপরাধি হয়ে থাকি, আমার উর্দ্ধোতন কর্মকর্তা বা ডিপার্টমেন্ট রয়েছেন, তারা আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে আমি তা মেনে নিব।

এম পি

শেয়ার