Top

চট্টগ্রামে লুট হওয়া আরও ৩ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২০ আগস্ট, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামে লুট হওয়া আরও ৩ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশের ন্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২০ আগষ্ট) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, গত ১৩ আগষ্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যার মধ্যে ১টি ৭.৬২ মি. মি. রাইফেল চায়না ও ২টি শর্ট গান।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল-উল-আলম জানান, লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে তথ্য দেওয়ার জন্য জনগণকে আহবান জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিএমপি ডিসি হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এম পি

শেয়ার