Top
সর্বশেষ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

২২ আগস্ট, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের তোপের মুখে এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপাচার্য তার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে মঙ্গলবার উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পদত্যাগপত্রটি উপাচার্য জমা দিয়েছেন বলে জানিয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর রহমান।

তিনি জানান, ওই পদত্যাগপত্রে উপাচার্য তার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। একই সাথে তার পূর্বের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করেছেন।

বিএইচ

শেয়ার