Top

খাগড়াছড়িতে সেনাবাহিনী বন্যার্তদের শুকনা খাবার বিতরণ

২৩ আগস্ট, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সেনাবাহিনী বন্যার্তদের শুকনা খাবার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :

বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাছাড়া বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করে।

আজ শুকুবার ( ২৩ আগস্ট) বেলা ১২টায় খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ায় প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি শুকনা খাবার হাতে তুলে দেন।

এ সময়ে রিজিয়নের বিএম মেজর মোঃ সাদাত রহমান এসপিপি, ক্যাপ্টেন গালিব বিন সাইফ উপস্থিত ছিলেন। বন্যার্তরা জানান, বন্যায় ঘরবাড়িতে কাদামাটিতে ভরা। চুলায় আগুন জ্বালিয়ে রান্না
করার পরিবেশ নেই। আজ সেবাবাহিনী আমাদের খাবার দিয়ে সহযোগিতা করায় আমরা খুশি।

খাগড়াছড়ি রিজিয়ন জানান, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক বন্যার্ত ৩৫০ জনকে শুকনা খাবার মানুষের মাঝে বিতরণ করেছে । এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয় । এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।

এম পি

শেয়ার