Top
সর্বশেষ

পবিপ্রবির ভিসি-ট্রেজারারের পদত্যাগ

২৩ আগস্ট, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
পবিপ্রবির ভিসি-ট্রেজারারের পদত্যাগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে তাদের উভয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেন।

অপরদিকে, একই দিনে প্রফেসর মোহাম্মদ আলী ক্তিগত কারণ উল্লেখ করে ট্রেজারার পদ থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ২১ মে থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএইচ

শেয়ার