বন্যাদুর্গত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে দুদিনের বেতন দেবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে আগস্ট মাসের একদিনের বেতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের স্বজনদের সেপ্টেম্বর মাসের একদিনের বেতন দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
গতকাল শনিবার শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএইচ