Top
সর্বশেষ

রাতভর বৃষ্টি, লক্ষ্মীপুরে বেড়েছে পানি

২৮ আগস্ট, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
রাতভর বৃষ্টি, লক্ষ্মীপুরে বেড়েছে পানি
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বন্যার পানি বেড়েই চলছে। জেলার পূর্বাঞ্চগুলোতে নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকছে। সেই সাথে বুধবার (২৮ আগস্ট) রাতভর ভারী বৃষ্টিপাতে পানির উচ্চতা বেড়েছে। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত এক ইঞ্চির বেশি উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

দুইদিন আগেও যে সব ঘরে পানি উঠেনি, আজ বুধবার পর্যন্ত অনেক ঘরেই পানি উঠার খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার পানির উচ্চতা তেমন একটা না বাড়লেও বুধবার ভোররাতের পানির উচ্চতা বাড়ায় তাদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে। জেলার সর্বত্র পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দারা বলেন, গতকালও ঘরে পানি ছিল না। কিন্তু আজকের বৃষ্টিতে ঘরে পানি ঢুকে গেছে। পানি উঠায় খুবই দুর্ভোগে পড়েছি।

এদিকে জেলাব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তারা উদ্ধার অভিযানও করছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, যে পরিমাণ পানি চাপ, সে হিসেবে পানি রেগুলেটর দিয়ে বের হতে পারছে না। আজকের বৃষ্টির কারণে পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে।

এম পি

শেয়ার