Top
সর্বশেষ

ফরিদগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০১ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁদপুর প্রতিনিধি :

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কোনো ধরণের সন্ত্রাস ও চাঁদাবাজিকে পস্রয় দেয় না। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা কোন ধরনের সন্ত্রাসি ও চাঁদাবাজির সাথে জড়িত থাকবেন না।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো: মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আ: খালেক পাটওয়ারী, আব্দুর রহমান, মাসুদ হোসেন, মহসীন মোল্লা, আবুল হাসনাত, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার