Top

বাগেরহাটে প্রবাসীর জমি দখলের অভিযোগ

০৩ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
বাগেরহাটে প্রবাসীর জমি দখলের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় আমড়াগাছিয়া এলাকায় প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে ধানসাগর ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুর ছত্তার ও তার লোকজনের বিরুদ্ধে। জমি দখল হয়ে যাওয়ায় নিজ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে থাকছেন ওই প্রবাসী।

মঙ্গলবার (০৩) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রবাসী আব্দুল লতিফ শরিফ। আব্দুল লতিফ শরিফ শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মৃত আবুল কাশেম শরিফের ছেলে।

আব্দুল লতিফ শরিফ বলেন, আমড়াগাছিয়া গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪ একর ৩০ শতক জায়গার উপর বসতঘর নির্মাণসহ মৎস্য ঘের করে ১৯৮৫ সাল থেকে বসবাস করে আসছি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্থানীয় প্রভাবশালী দফাদার আব্দুর ছত্তার ও নুরুল হক সর্দার আমাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য হুমকি-ধামকি দেওয়া শুরু করে। এর কিছুদিন পরে ০১ মার্চ সন্ধ্যায় আব্দুর ছত্তার, নুরুল হক সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান স্বপনসহ তাদের লোকজন জোর পূর্বক আমাদের বসত ঘরে তালা লাগিয়ে দেয়। তখন স্থানীয় ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু তাদের পক্ষে অবস্থান নেয়। বিষয়টি শরনখোলা থানায় জানালেও কোন অভিযোগ গ্রহণ করেনি। পরে র‌্যাব-৬, খুলনার অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করি। পরে বাগেরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপে শরনখোলা থানা পুলিশ বসত ঘরের তালা খুলে দেয়।

কিছু দিন যেতে না যেতেই ১৫ মার্চ ২০১৭ সালে হঠাৎ বিকালে আব্দুর ছত্তার ও নুরুল হক সর্দাররা ৫০-৬০ জন লোক নিয়ে আমার বাড়ির চার পাশ ঘিরে ফেলে। তারা আমাকে, আমার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেয় এবং মারধর করে। এক পর্যায়ে বাড়িতে থাকলে প্রাণে মেরে ফেলবে বলে সন্ত্রাসীরা হুমকি প্রদান করে। আমরা প্রানের ভয়ে পাশ^বর্তী মালসায় পরিবার নিয়ে আশ্রয়গ্রহণ করি। তারা আমাদের ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ সকল মালামাল লুট করে এবং ৩ একর ঘের থেকে চিংড়ি ও সাদা মাছ আনুমানিক ১০ লক্ষ টাকাসহ সর্বমোট ২৫ লক্ষ টাকার ক্ষতি করে।

এরপর থেকে আর বাড়ি যেতে পারিনি। ৮ বছর প্রবাসে (সৌদি আরব) থেকে অল্প অল্প করে যা কিছু উপার্জন করেছি সব কিছুই তারা ধ্বংস করে দিয়েছে। আমি কোথাও কোন প্রতিকার পাইনি। তাদের ভয়ে আমরা ঠিক ভাবে রাস্তায় চলাচল করতে পারিনি। এখনও তারা আমাদের জমিটি দখলে রেখেছে। আমি এই জমি ফেরত চাই। শেষ বয়সে ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে বাপের ভিটায় থাকতে চাই বলে কান্নায় ভেঙ্গে এই বৃদ্ধ।

এদিকে ওই প্রবাসীর অভিযোগ অস্বীকার করে দফাদার আব্দুর ছত্তার বলেন, আমরা কারও জমি দখল করিনি। নুরুল হক সরদার ও আমাদের এই জমির কাগজপত্র রয়েছে। আব্দুল লতিফ শরীফ মিথ্যা অভিযোগ করেছেন।

এম পি

শেয়ার