বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহয়তা দিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. সেলিম রেজা জানান, খুকনী ঝাউপাড়া গ্রামের ইয়াহিয়া, গোপরেখী গ্রামের হাফেজ সিয়াম হোসেন ও মাধবপুর মহল্লার কলেজ ছাত্র সিহাব হোসেনের পরিবারের হাতে নগদ দুই লাখ করে ছয় লাখ টাকা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান।
এসময় সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাও. শাহীনূর আলম, জেলা নায়েবে আমীর মো. আলী আলম, জেলা নায়েবে আমীর মাও. আব্দুস সালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।’
এম পি