Top

টোয়াবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলের দাবি

০৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
টোয়াবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলের দাবি

একতরফা নির্বাচনের অভিযোগ এনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনের কয়েকজন সদস্য। ভুয়া ভোটারদের সদস্যপদ বাতিল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সদস্যপদের শর্ত শিথিল ও নীতিমালা সংস্কারের দাবিও জানান তারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ভুয়া ভোটার এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরে তারা।

তারা বলেন, অতীতের নির্বাচন নিয়ে অভিযোগ থাকায় ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে। সংগঠনটির কিছু সদস্যের অভিযোগ, টোয়াবের সিংহভাগ সদস্য পর্যটন ব্যবসায়ী নন। কিন্তু এফবিসিসিআইয়ের সদস্যদের একাধিক ব্যবসার সাথে জড়িত থাকার নিয়ম আছে।

এম জি

শেয়ার