Top

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১০ শহিদ পরিবারকে আর্থিক সহায়তা

০৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১০ শহিদ পরিবারকে আর্থিক সহায়তা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে শহিদ ১০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর’) দুপুরে সিরাজগঞ্জ শহরের গুড ফুড রেস্টুরেন্টে শহিদ ১০ পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এ সময় জামায়াতের আমিরের আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাড়ে ১৫ বছরে শুধু বিএনপির নেতাকর্মীকেই নির্যাতন করেননি। তারা ক্ষমতার শেষ সময়েও ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। এতে মা-বাবা হারিয়েছে সন্তান, স্বামী হারিয়েছে স্ত্রী, বোন হারিয়েছে ভাই। কাজেই এদের এসব হত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।’

শহীদরা হলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, আব্দুল লতিফ, সুমন সেখ, আব্দুর রশিদ, এনায়েতপুর থানার আব্দুল আলিম, ইয়াহিয়া আলী ও শিহাব আহম্মেদ, হাফেজ সিয়াম হোসেন, রায়গঞ্জ উপজেলার নজরুল ইসলাম ও লেবু শেখ।

নিহত শহীদ সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন এ আর্থিক সহায়তা পেয়ে বিএনপিনেতা সাইদুর রহমান বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,স্বামীর উপার্জনেই আমাদের সংসার চলত। এখন একটি শিশু সন্তান বুকে নিয়ে বিচারের আশায় বেঁচে আছি। আমার স্বামীকে ওরা (আওয়ামী লীগ) গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই।’

নিহত আব্দুল লতিফের বোন সালেহা খাতুন কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, আমার ভাইকে আওয়ামী লীগের লোকজন একটি নয়, দুটি গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই। একই সঙ্গে জড়িত চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এম পি

শেয়ার