Top

পাবনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব সমাজের মাদকবিরোধী-সন্ত্রাসবিরোধী র‍্যালি

০৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
পাবনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব সমাজের মাদকবিরোধী-সন্ত্রাসবিরোধী র‍্যালি

পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী ও সন্ত্রাসবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল র‍্যালি করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) কয়েকশত মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের প্রত্যেকটি পাড়া মহল্লা প্রদক্ষিণ করে শ্রীপুর বাজারে এসে র‍্যালি শেষ করা হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তব্য দেন- ভাড়ারা ইউনিয়নের যুব সমাজের নেতা ইহসানুল বাসার বাবন, শাওন, জাহাঙ্গীর, সম্রাট, ফয়সাল, সাইদুলসহ অনেকে।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার সমন্বয়ক মনজুরুল ইসলাম, ইউসুফ আরফান বিপ্লব, ও শাওন হোসেন যুব সমাজের প্রোগ্রামে উপস্থিত থেকে স্বাগত জানিয়েছেন।

বিএইচ

শেয়ার