Top

ঝিনাইদহে ১ হাজার বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

১১ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
ঝিনাইদহে ১ হাজার বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাদশা সোলায়মান ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ বলেন, কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার